পদ্মা নদীর দৃশ্য
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৯-০৯-২০২৩ ইং


পদ্মা নদীর ধারে আমার
বসতভিটা ঘর ও বাড়ি,
কী অপরূপ দৃশ্য দেখি
নাই কমা তার নাইরে দাঁড়ি!


পশ্চিমে তার জন্ম যেনো
গঙ্গা হয়ে মহানন্দায়,
বাংলাদেশের পদ্মাতে এর 
কী শোভা তার রূপ সুনন্দায়!


ঝর্ণারই ন্যায় যাচ্ছে বয়ে
আমার বাড়ির কোল ঘেঁষে হায়!
সাগর পানে মুগ্ধ মনে
প্রেমের টানে সেথায় মিলায়।


এক ধারে তার কাশের ফুলে
দৃষ্টিনন্দন নয়ন জুড়ে,
পাল তুলে সব নৌকা চলে
মাঝিরা গায় সুরে সুরে।


তার উপরে নীলের আভা
কিচিরমিচির ডাক বিহগের,
ছল-ছলাছল শব্দ জলের
নদীমাতৃক রব সোহাগের।