ফোন ভাইরাস
মোঃ ইব্রাহিম হোসেন


মোবাইলের পাগল ভুবন
ডিজিটাল এই যুগে,
ছেলেমেয়ের নষ্ট মাথা
ফোন ভাইরাসে ভুগে।


লেখাপড়ায় মন বসে না
ফোনের টানে ছুটে,
বই খাতা না সঙ্গী করে
জ্ঞান কি তাতে জুটে ?


জ্ঞানের মাথা খাইলো আহা
এই মোবাইল ফোনে,
নানান রকম রঙে মাতে
কার কথা কে শোনে ?


কপাল পোড়া হয় তারা আজ
এই ফোনেরই জন্য,
জ্ঞানের বিকাশ ধ্বংস তাদের
জীবনটা হায় হন্য !  


ফোন প্রয়োগে তৎপর হলে
লেখাপড়ার তরে,
ধন্য হবে জীবন তবেই
ফুটবে আলো ঘরে।