ফুলের শোভা
মোঃ ইব্রাহিম হোসেন


ফুল ফুটেছে ফুলের বনে
প্রজাপতির মেলা,
ফুলের সুবাস গন্ধ মেখে
ভ্রমর করে খেলা।


মিষ্টি রসের আশায় তারা
করছে আনা'গোনা,
গাছের ডালে ঘরের কোণে
মধুরই চাক বোনা।


কুহু কুহু কোকিল ডাকে
বসে গাছের ডালে,
মোরগ ডাকে মনের সুখে
গ্রাম্য বাড়ির চালে।


ময়না টিয়া খাঁচার ভেতর
গান গেয়ে যায় সুখে,
কোলের শিশু ছোট্ট ছেলের
হাসি ফুটে মুখে।


ফুলে ফুলে ভরায় দিলো
শরৎ রানি এসে,
কী অপরূপ শোভা ছড়ায়
সোনার বাংলা'দেশে!