পিতা-মাতার দীর্ঘশ্বাস
ইব্রাহিম হোসেন


পিতা-মাতা কষ্ট করে জন্ম দিলো ছেলে,
স্নেহ মমে বেড়ে উঠে শিশু হেসে'খেলে।
লিখাপড়া শিখে খোকা বড় হলো ভবে,
নিজ পায়ে দাঁড়িয়ে সে ভুলে গেলো সবে।


খোকা থাকে পাকা বাড়ি চলে গাড়ি দিয়ে,
মা ও বাবা ঘরে থাকে চোখে জল নিয়ে।
দুটা দানা সাথে খাবে ফেলে পর ঘরে,
বৃদ্ধাশ্রমে ঠাঁই হলো বাবা মা'র তরে।


দালানের পর হলো তাহাদের বাস,
পিতামাতা বৃদ্ধাশ্রমে ফেলে দীর্ঘশ্বাস।
আঁখিজলে প্রভু দ্বারে তুলে দুটি হাত,
শত সন আয়ু দাও হবে মোলাকাত।