পিতৃ বিয়োগ
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২২-১১-২০২১ ইং ( সোমবার )

বাবা মানে বৃক্ষছায়া মাথার উপর ছাতি,
যত্ন করে আগলে রাখেন নিত্য দিবস রাতি।
স্বর্গপুরের সুখ ঠিকানা জন্মদাতা পিতা,
জীবন যুদ্ধে রণাঙ্গনে জয়ের নেশায় জিতা।

এই নভস্থল শূন্য যেনো বাবার স্নেহ ছাড়া,
পৃথিবীর সব সন্তান এতীম নিঃস্ব সর্ব-হারা।
সোনা-দানা, গয়না-গাটি, রত্ন-হীরা যতো,
বাবার কাছে মূল্যহীন তা মাথা করে নতো।

নাই বাবা যার সেই তো বুঝে ব্যথায় পাঁজর ভাঙ্গে,
চক্ষুদ্বয়ের বন্যা বহে অথৈ জলের গাঙ্গে।
আর্তনাদে বুকটা ফাটে হাহাকারে বাবা,
খুব যাতনা বুকের মাঝে হিংস্র বাঘের থাবা।

বাবাহীনে বাবা ডাকে অশ্রু চোখের ঝরে,
অবুঝ শিশু কন্যা ছেলে ক্যামনে মা'য়ে গড়ে?
বাবার বিয়োগ সর্বক্ষণে অশ্রুতে চোখ সিক্ত,
মনেরই সুখ বিধুর লাগে বেদনাতে তিক্ত।

বাবা বিনে চন্দ্র-গ্রহণ মন আকাশের চাঁদে,
নাভিশ্বাসের যন্ত্রণাতে সন্তানেরা কাঁদে।
দিনের বেলা আঁধার দেখে সূর্য গ্রহণ লাগে,
ফুলগুলো সব ঝরে পড়ে ফুল ফোটে না বাগে।


( সকল বাবাদের প্রতি উৎসর্গকৃত কবিতা )