পিতৃহীন
মোঃ ইব্রাহিম হোসেন
ললিত ত্রিপদীঃ ১০+১০+৮


ছোট্ট বেলায় বাবা হারাই
আদর স্নেহ যত্ন ছাড়াই
পাইনি তাঁর স্নেহ,
দুঃখে জীবন কাটিলো হায়
বাবা বিনে এই না ধরায়
স্বজনে নাই কেহ।


কেউ ডাকে না আয় না পাশে
এতিম হয়ে নয়ন ভাসে
সান্ত্বনায় মা বলে,
নাই পিতা বল কী হয়েছে?
দ্যাখ না'রে তোর মা রয়েছে
ভেসে আঁখির জলে।


বাবার কথা অন্তরে মোর
স্বপন দেখি ঘুমের ঘোর
জান্নাত দিও প্রভু,
আমার মত না যেন কেউ
বহন করে দুঃখের ঢেউ
ভুবন মাঝে কভু।