পণ্যদ্রব্যের ঐক্যজোট
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৫-০৭-২০২৩ ইং


লঙ্কা বেটার দাম বেড়েছে
পাঁচশো থেকে হাজার টাকা,
পান্তা ভাতে মরিচ খেতে
হায়রে পকেট হইলো ফাঁকা!


পিঁয়াজ হলুদ ময়দা তেলের
মুখখানা হয় তাই ফ্যাকাশে,
মোদের নিচে লঙ্কা বেটা
ক্যামনে উঠে ওই আকাশে?


তাদের থেকে আমরা দামি
ঝিঙা পটল কইরে তোরা ?
আয় সকলে জোট বাঁধি ভাই
কাঁচা মরিচ করতে থোড়া।


আলু আদা চাউল রসুন
ঈর্ষা পুষে ক্রুদ্ধ মনে,
মোদের ছাড়া ক্যামনে চলে
ভব সংসার শুদ্ধ মনে ?


আমরা হলাম খাদ্যদাতা
দাম বাড়াবে দেশের রাজা,
তা না হলে গোসসা করে
এক হয়ে সব দেবো সাজা।


এই শুনে তাই বাবুলালের
বনবন করে ঘুরছে মাথা,
না আছে আর বাঁচার আশা  
শির আছে হায় নাইকো ছাতা!