পদ্মা নদী
ইব্রাহিম হোসেন


আমাদের এই পদ্মা নদী
চলে এঁকে বেঁকে,
দুই ধারের ঐ মানুষ গুলো
উঁকি মেরে দেখে ।


পদ্মা নদীর মাঝি কত
নৌকা চলে ভেসে !
কত নৌকায় মাছ ধরে
জেলেরা বসে বসে !


শীতের সময় পদ্মা নদী
শুকিয়ে যখন যায় ,
বালুর দ্বীপে পোলা পানে
কত্ত মজা পায় !


পায়ে হেঁটে পার হয়
গরু গাড়ি মানুষ ,
গ্রীষ্মকালে শুকনো চরে
কেউবা আবার বেহুঁশ ।


বর্ষাকালে পদ্মা নদী
কানায় কানায় ভরে,
ঢেউয়ের উপর দেখা যায়
নৌকা খেলা করে ।


কতক নৌকা ঢেউয়ের মাঝে
তলিয়ে গেলে পরে ,
সব মানুষের দুই নয়নের
জল ঝরে যে পড়ে ।