পুলিশ হওয়ার সাধ
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৮-০৮-২০২২ ইং


পুলিশ হওয়ার সাধ ছিলো মোর
পারলাম হতে কই ?
লেখাপড়া গোল্লায় গেলো
জীবন ভিটায় মই।


নাই মামা আর খালু চাচা
শিক্ষা সনদ ফাঁক,
বিজ্ঞাপনে চাকরির মেলা
মিছামিছি হাঁক।


লোকদেখানো পত্রিকাতে
বিজ্ঞাপনের ডাক,
শাসন বারণ নাই বা মানে
দৌড়ছে ঝাঁকে ঝাঁক।


লম্বা চওড়া স্বাস্থ্য ভালো
সব দিকে ফিটফাট,
অর্থতে হীন দুখ সীমাহীন
নড়বড়ে হয় নাট।


ব্যর্থ হয়ে অশ্রু লয়ে
যাই ফিরে মোর নীড়,
মা ও বাবা জিগায় যখন
নিম্নতে হয় শির।


না আছে যার টাকা কড়ি
দেবার মত ঘুষ,
ডিমান্ড শুনে মাথা ঘুরে
যায় হারিয়ে হুঁশ।


তাই তো আমার হয়নি বাবা
হয়নি চাকরি মা,
গরিব যারা ভবের মাঝে
চাকরি জোটে না।


স্বপ্ন আমার স্বপ্নে গেলো
জীবন মিছা হায়!
পুলিশ হওয়া আর হলো না
পল্লিতে রই ঠায়।