পল্লীর স্মৃতি
মোঃ ইব্রাহিম হোসেন


পল্লী আমার ভালোবাসা
পল্লী আমার বাড়ি,
পল্লী মায়ের ছেলে আমি
পল্লীতে দেই আড়ি।


পল্লী গাঁয়ের ছেলেমেয়ে
একসাথে সব খেলি,
বিলের ঝিলে ফুল কাননে
তুলি শাপলা বেলি।


পল্লী গ্রামের রূপটা দেখে
হৃদে যে পাই শান্তি,
পল্লী গ্রামের বটমূলে
দূর হয় সকল ক্লান্তি।


পল্লী গাঁয়ের কৃষাণ ছেলে
স্বর্ণ ফলায় মাঠে,
জেলেরা ভাই মাছ ধরে যায়
পদ্মা নদীর ঘাটে।


পল্লী মেঠো পথে বাজায়
রাখালিয়া বাঁশি,
পল্লীবালার মুখে ফুটে
মিষ্টি মধুর হাসি।


গরুর গাড়ি পালকিতে যায়
পল্লীবাসীর বিয়ে,
বর ও কনের হাসিতে ওই
নেচে উঠে হিয়ে।


পল্লী আমার রূপের সেরা
পল্লী গ্রামে থাকি,
মনোলোভা সবুজ গাঁয়ের
স্মৃতি ধরে রাখি।