আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীন এর জন্য।
আল্লাহ পাকের অশেষ রহমতে যদিও অন্য ওয়েবসাইটে ২৩০০+ রচনা লিপিবদ্ধ তথাপি এই বাংলা কবিতা ডটকমের আসরে আজ "গরিব বাবা" দিয়ে ১০০০ তম রচনার মাইলফলক স্পর্শ করতে সক্ষম হলাম। আলহামদুলিল্লাহ।
এ কবিতার আসরে আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কারণ, আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য ও মহান আল্লাহ তায়ালার কৃপার জন্যই আমার দ্বারা এতদূর পৌছানো সম্ভব হয়েছে।
আবারও বলি আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের প্রতিই দোয়া ও শুভকামনা রইল।



গরিব বাবা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০৬-২০২৩ ইং


শোন্ রে খোকা নয়কো চোকা
মুখ কেনো তোর করিস ভারি?
গরিব তোরা কীসের ধরা
নাইকো বাবার জমিদারি?


আর না আড়ি মুখ না ভারি
নাই বা থাকুক গাড়ি বাড়ি,
ধৈর্য ধরিস আল্লাহ স্মরিস
যার ইশারায় চলছে নাড়ি।


ধরায় নিলেন জন্ম দিলেন
গরিব বাবার ছোট্ট ঘরে,
সেই নীড়ে রয় সুখেরই জয়
সেই বাবারই যত্ন করে।


তোর তরে যে প্রাণ বিলায় সে
হৃদ ভরা তার ভালোবাসা,
কেউ দেবে না পাশ রবে না
হোক না বাবা গরিব চাষা।


দ্বীনের নবী ধ্যানের ছবি
গরিব ছিলেন ধরার বুকে,
চরিত্র তাঁর পবিত্রতার
ধন্য ভুবন চরণ শুঁকে।