গরিব
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০১-০৬-২০২২ ইং


ভুবন তলে অশ্রু জলে গরিব দিবা যামী,
নাই তো টাকা পকেট ফাঁকা নয় কভু তাই দামি।।
ভাগ্যের চাকা আঁকাবাঁকা তাই করুণকামী।


সাদাসিধা কষ্ট বিধা সরল জীবন-যাপন,
রৌদ্র খরা অর্থে ধরা শীত এলে গায় কাঁপন।
কষ্টতে দিন দুখ সীমাহীন কেউ দেখে না চেয়ে,
জীর্ণশীর্ণ খুব সংকীর্ণ দুঃখে জীবন ছেয়ে।।
আর কতদিন মুখটা মলিন ওরাও শান্তিকামী।


সমাজ মাঝে সকাল সাঁঝে সবার চোখের কুটা,
দোষ বিনাদোষ অপবাদ রোষ ভাবনা সকল ঝুটা।
গরিবী হাল হাজার নাকাল ক্লিষ্ট শুধু পাওয়া,
চোখের নীরে নদীর তীরে দুঃখেরই গান গাওয়া।
করো দয়া একটু মায়া ওগো জগত স্বামী !