পরাজিত সৈনিক
মোঃ ইব্রাহিম হোসেন


আজ আমি পরাজিত ভীরু সৈনিক
নিস্তব্ধতায় -------- থাকি দৈনিক,
নাম পরিচয়হীন নাই কোনো কূল
গন্ধবিহীন এক কাগজের ফুল।


মোমের মতই জ্বলে দেহ মন গলে
রুদ্ধবাকে কাঁদি চোখেরই জলে,
দিবানিশি ভেসে যায় এ দু'টি নয়ন
পলে পলে বেদনায় ভীষণ দহন।


আমিও তো রব তব সৃষ্টি মানুষ
লজ্জা অপমানে কেনো বা বেহুঁশ?
তোমারই দ্বারে করি এ মাথা নত
তবে কেনো এ হৃদয় ক্ষতবিক্ষত?


নাই কোনো ঠিকানা সুখের-ই নীড়
পরিচয় প্রদানে ঝরে আঁখি নীর,
বসবাস গাছতলে আকাশের নিচ
নর্দমা কাদামাটি পিচঢালা বিচ।


বেনামি মনুষ এক শোকাতুর লোক
সুখ নাই জ্বালা আছে বাড়ে শুধু শোক,
গরিবী হালতে পাই শুধু অপবাদ
জন্মিয়া এ জীবন হলো বরবাদ!


তবুও তুষ্ট আমি করি মোনাজাত
এইটুকু চাই পারে দিওগো নাজাত,
হে মহান প্রভু ওগো দাও করে মাফ!
এ জীবনে যত আছে জমা করা পাপ।


(রচনাঃ ০৫-০৩-২০২৩ ইং, রবিবার)