আমার পরান পাখি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৪-১০-২০২৩ ই ইং, শনিবার।


শ্যামলা বরণ চেহারাটা
দীঘল কালো আঁখি,
কে জানিত?  সেই যে হবে
আমার পরান পাখি!


মেঘের বরণ চুলগুলো তার
চিরল দাঁতের হাসি,
মনের মাঝে উঠলো বেজে
প্রেমের মোহন বাঁশি।


তুলতুলে গাল হই বেসামাল
পড়ে না হায় পলক,
হাসির মাঝে মুক্তা ঝরে
দারুণ রূপের ঝলক!


কোমল ঠোঁটের মিষ্টি ভাষা
রূপ নগরের রানি,
চোখের তারায় নিত্য ভাসে
প্রিয় বদন'খানি।


ক'দিন পরে আসলো ঘরে
লাল শাড়ি তার অঙ্গে,
বিনি সুতোর মালা দিয়ে
বাঁধলো আমায় সঙ্গে।


সেই মেয়েটি কেউ ছিলো না
আমারই প্রাণ বধূ,
আমার মনের প্রেম নগরের
ফুল বাগানের মধু।