:- পরিশ্রমের ছোঁয়া -:
  ( ইব্রাহিম হোসেন )  


সামনে চলার পথে যদি
আসে কোন বাধা ,
ভয় পেওনা এগিয়ে চলো
লাগলে লাগুক কাদা ।  


মাথার ঘাম পায়ে ফেলে
লাগিয়ে গায়ে কাদা,
সুখ পাখিটা জয় করো
হবেই তুমি সাদা।


তার পরেতে পাবে তুমি
চাঁদের আলোর দেখা,
থাকবে সারা জীবন তোমার
মুখটি হাসি মাখা ।


পরিশ্রমের ফল তুমি
পাবেই পাবে ভবে ,
সারা জীবন থাকবে তুমি
সুখের অনুভবে  ।


এই জীবনের সুখটা নয়
ছেলের হাতের মোয়া ,
সুখটা পেতে লাগে অনেক
পরিশ্রমের ছোঁয়া ।