প্রাণো বধূ   (প্রেমের নিরঞ্জনা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৯-১১-২০২৩ ইং


তোমার প্রেমে পাগল এ মন পাগলপারা আমি
নভোমণ্ডল নভস্থলে নাই কিছু আর দামি
ভাল্লাগে না তোমায় ছাড়া
তুমি বিনে সর্বহারা
উতলা মন দিশেহারা
ডাকছি বধূ দাও না সাড়া
ধন্য করো নজর দিয়ে ব্যাকুল তোমার স্বামী।


মান-অভিমান আর করো না, আর থেকো না দূরে
কোকিল কণ্ঠে ডাক দিয়ে যাও মিষ্টি মধুর সুরে
ধন্য আমি তোমায় পেয়ে
তাই বারেবার দেখি চেয়ে
মান করো না লক্ষ্মী মেয়ে
ঘুরবো প্রেমের তরী বেয়ে
পঙ্খিরাজে উড়বো দু'জন দেখবো ভুবন ঘুরে।


তোমার সাথে চাই মিতালি চিরদিনের তরে
প্রেমাদরে বুকের মাঝে নিত্য রেখো ধরে
তুমি আমার জীবন মরণ
অনন্তকাল থাকবে স্মরণ
এই করে পণ করছি বরণ
করেছো মন আমার হরণ
থাকলে পাশে বাঁচবে জীবন নইলে যাবে মরে।