প্রাপ্য
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০৩-২০২৩ ইং


শোনো বারেবার চায়নি' সে ধার
প্রাপ্যটা দাও মেটায়,
প্রাপ্যের কথা বললে কেনোই
মনটা তোমার তিতায়?


মিঠা মিঠা সুরে বলেছো কতই
মিষ্টি মুখের হাসি,
ভুলে গেছ সব নাই মুখে রব
কণ্ঠে দুখের কাশি।


আর কতদিন বাজবে এ বীণ
ছলনায় রবে ভেসে ?  
মানুষের মনে দুঃখ দিলেই
অচিরেই যাবে ফেঁসে।


বলবে না কেউ দুষ্ট এ লোক
সোনার বাংলা'দেশে,
চুষে চুষে খায় নাই ধরা যায়
মুখোশধারীর বেশে।


এক দুই তিন হবে দেহ লীন
নাহি পাবা খুঁজে তাকে,
ছলনার ফাঁদে নীরবেই কাঁদে
জ্বালাতন দিলা যাকে।


মরণের ক্ষণ আসিবে যখন
মরবেই ধুঁকে ধুঁকে,
যদিও না দেয় সাঁপ কভু ভাই
দুখ ছিলো তার বুকে।