প্রেম দিয়ে জয়
মোঃ ইব্রাহিম হোসেন

প্রেম দিয়ে ক্ষয় প্রেম দিয়ে জয় জীবন মধুময়,
দুখ সাগরে হাবুডুবু সুখের নদী বয়।
প্রেম করো না অবহেলায় কলুষিত ভাই,
প্রেম ছাড়া সুখ এই জীবনে কারো জোটে নাই।

প্রেমই জীবন প্রেমই মরণ প্রেমই স্বর্গ সুখ,
সত্যিকারের প্রেমই পারে করতে দূর সব দুখ।
আল্লাহ পাকের দিদার পেতেও প্রেমের প্রয়োজন,
নামাজ রোজা হজ্জ্ব কালিমা তাই তো আয়োজন।

নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়ে সব,
আল্লাহ প্রেমের ধ্যানে মগ্ন আল্লাহ কলরব।
ভালোবাসা প্রেম দিয়ে হয় এই পৃথিবী জয়,
এ প্রেম হলো স্বর্গীয় যে জ্ঞানী গুণী কয়।

প্রেমের কারণ জীবন সুখী মাথায় পড়ে বাজ,
সত্যিকারের প্রেমেই তো হয় স্বর্গ সুখের তাজ।
প্রেম করেছেন জুলেখা বিবি আরও ইউসুফ নবী,
তাঁদেরই প্রেম কাহিনীতে জন্ম হাজার কবি।

প্রেমের মত করলে এ প্রেম সুখের সীমা নাই,
দুঃখ দিয়ে ভাঙলে'রে মন নারাজ মালিক সাঁই।
ভালোবাসার দুহাত বাড়াও থাকো মিলে মিশ,
ফুটবে তবে জীবন ভূমে ধানে ভরা শীষ।