"" প্রেম করতে নেই মানা ""
=================


ভালোবাসা নয় তো ভালো
সব মানুষে কয়,
ভালো বাসাতেই  হয়
মনের বিনিময়।


যার কারণে সৃষ্টি হলো
এত সুন্দর জ'গত,
সেই প্রেমেতে পাগল করে
প্রেমিক জনের ম'গজ।

প্রেম পীরিতের কারণেই
ভুবন আলোকিত,
নারী পুরুষ দু'য়ে মিলে
হয় যে পুলকিত ।।


প্রেমের কারণেই এই
সৃষ্টি জগত হলো,
প্রেম করা তো ভালো নয়
কেমন করে বলো ?


গুরুজনের একটি কথা
অতি সহজ বোঝা
প্রেমের অসুখ ছাড়তে লাগে
কবিরাজের ওঝা।


কাজে সাজে কবিরাজে
বন্ধ করে ঘর,
আগুন দিয়ে মরিচ পুড়া
রোগীর নাকে ধর।


হয়না তাতে কোনই কাজ
ভন্ডামিতে জোর,
মেয়ে যদি হয়গো রোগী
ভন্ড,প্রেমের চোর।


প্রেমেই হয় সুখের জীবন
আবার প্রেমেই মরণ ,
গুরুজনে বারণ করে  
রাখিও মনে স্বরণ।  


বর্তমানের প্রেম এখন
খাঁটি প্রেম নয়,
মধুর হাঁড়ি ভেঙ্গে তারা
জীবন করে ক্ষয়।


প্রেম করো গো বিয়ের পরে
বর কনে মিলে,
বিয়ের আগে করলে প্রেম
ভাসবে বিলের ঝিলে।


প্রেমে কোন নেই তো মানা
করো সবে প্রেম,
বিয়ের পরে বধূর সাথে
খেলো প্রেমের গেম।


পাপ হবে না বধূর প্রতি
দিও  প্রেমের নজর,
বধুর দাবি পূরণেতে  
করো নাকো অজর।