প্রেমের আঘাত
মোঃ ইব্রাহিম হোসেন


ভালোবাসা পাপ নয় তবু চোখে জল,
বিরহের যন্ত্রণায় আঁখি টলমল।
দমে দমে দম যায় মৃত্যু নাহি হয়,
প্রেমের আঘাতে মন হয় পরাজয়।


প্রেম করা ভালো নয় প্রেম দেয় জ্বালা,
শেষমেশ পায় শুধু এ জ্বালার মালা।
কুরে কুরে খায় দেহ তিলে তিলে ক্ষয়,
এ যেন কাঁটার ঘাত বিষে বিষময়।


বুক ফাটে ফুটে নাকো মুখ কভু তার,
অগোচরে ব্যথা বাড়ে বুকে হাহাকার।
আটকিয়ে যায় দম চেপে ধরে বুক,
দুখ গুলো সারিসারি থাকে না যে সুখ।


পৃথিবীর যত জ্বালা এসে করে ভীড়,
অবিরল বহে যায় দু'চোখের নীর।
বুঝে নাকো তাহা কেহ করে উপহাস,
ভীষণ ব্যথায় গড়ে নব ইতিহাস।


মাথা ঘুরে বনবন চোখে সর্ষে ফুল,
নাহি পায় খুঁজে হায় জীবনের কূল।
থাকিয়া বেঁচেও যেন মৃত এক লাশ,
প্রিয়জন হারানোর এ কী হাহুতাশ!


(রচনাঃ ১১/০৬/২০২২, শনিবার ১২ঃ৩০ এ এম)