প্রেমের বাতাস
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ২৬-০২-২০২৩ ইং


ওহ্ ললনা যাচ্ছো কোথায়
হাত ছেড়ো না মোর,
এইদিকে চাও কাজল চোখে
খোলো প্রেমের দোর।


বয় সমীরণ ঝিরিঝিরি
উড়ে মাথার চুল,
যতই দেখি দুই নয়নে
হয় যেন কী ভুল!


কোথায় তোমার ঘর-বাড়ি আর
কোথায় তোমার গ্রাম,
যাও বলে যাও কন্যা তুমি
কী বা তোমার নাম?


এক দেখাতেই মন কেড়েছো
করেছো হায় খুন!
মরার আগেই মারলে প্রাণে
ধরলো মনে ঘুণ।


প্রেমের বাতাস লাগলো যে গায়
উথাল পাথাল মন,
রাখো তোমার হৃদ পিঞ্জরে
যত্নে সারা'ক্ষণ।


তুমি যে মোর ফুল বাগানের
একটা ফোটা ফুল,
স্বপ্ন আশা ভালোবাসা
জীবন নদীর কূল।