প্রেমের সুখ  (পেত্রার্কীয় সনেট)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২৮-০১-২০২৪ ইং


প্রেম মানে আনন্দ ও প্রেম মানে জ্বালা,
কভু হাসি কভু কান্না কভু পায় দুখ
তবু যেন প্রেমে আছে লুকায়িত সুখ
খুঁজে খুঁজে দেয় তারে গেঁথে ফুল মালা।
প্রেমহীনে প্রেমিকের বুক ফালা-ফালা,
বিষাদের তির বিঁধে বিবর্ণতা মুখ
অবয়বে ভীত প্রাণ করে ধুকধুক
ভীষণ দহন তাতে মুখ হয় কালা!


প্রেমেই জীবন আর প্রেমেই মরণ
প্রেম ছাড়া পৃথিবীটা আলো বাতিহীন
জগতের যত সুখ নিহিত তাতেই,
আলোকিত এ ভুবন বিচিত্র ধরণ
এ প্রেম ধরিলে হৃদে বাজে সুখ বীণ
ওঠে রোজ রাঙা রবি ঊষার প্রাতেই।