প্রেমে পরাজিত মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৩-২০২৪ ইং


ও প্রিয়া তোমায় বলি কেনো গেলে বলো?
তোমারই কারণে আজ আঁখি টলোমলো।
আমাকে ছাড়িয়া তুমি চলে গেলে তাই,
পৃথিবীতে বাঁচিবার কোনো সাধ নাই।


মারিলে এ বুকে তির হও'নি সদয়,
এতটা পাষাণ কেনো তোমার হৃদয়?
ভালোবাসা পাপ নয়, নয় অপরাধ,
তবুও পেলাম মিছে শুধু অপবাদ।


বিনাদোষে পেলাম এ আঘাতের তির,
দেখে না কখনো কেহ ঝরে চোখে নীর।
জানে না দহন কত এ ভুবনে কেহ,
পুড়ে পুড়ে ছাই হয় সাধনার দেহ।


তুমি তো সুখেই আছো এ আমাকে ভুলে,
লাগেনি লাগেনি হায় মোর তরী কূলে!
অথই সাগর মাঝে আজো ভাসমান,
দুঃখ ভরা এ হৃদয় পাহাড় সমান।


ভালোবাসা এত জ্বালা বুঝিনি তো আগে,
হায়রে কপাল পোড়া প্রেম অনুরাগে!
জীবনের ফুলদানি শূন্য রয়ে গেলো,
প্রেমে পরাজিত মন দুঃখ শুধু পেলো।


জানি না ক'দিন বাঁচি দোয়া করি এই,
সুখে থেকো চিরদিন চাওয়া কিছু নেই।
তুমি যদি সুখে থাকো  প্রিয়তমা বেশ,
আমার জীবনে চাওয়া এটুকুই শেষ।