প্রেমই ঈশ্বর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-০৯-২০২৩, ১২:০০ এ এম


জগৎ কৃষ্টি প্রেমের সৃষ্টি
আদি থেকেই অনন্ত,
প্রেমবিহীনে জীবাত্মা লীন
অঙ্গারে তা জ্বলন্ত।


বীর্য থেকে ভ্রণ সূত্রপাত
মাতৃগর্ভ ধারণে,
দু'টি আত্মার তনদ্বয়ে
প্রেম-শৃঙ্গারের কারণে।


অবলীলায় ভবলীলা
তিলেতিলে ধ্বংসস্তূপ,
এ প্রেমহীনে অশান্তির এক
বিভীষিকার করুণ রূপ!


নভস্পৃক মেঘমালা
বৃষ্টির রূপে মৃত্তিকায়,
প্রেমাবেশে দ্রুতবেগে
ঝরে পড়ে দৃপ্ততায়।


ধ্যানে ধ্যানে পরিশুদ্ধ
জীবাত্মা হয় পবিত্র,
নামাজ-রোজা, হজ্জ-যাকাতে
রবের সঙ্গে সৌমিত্র।


প্রেমে ঈশ্বর প্রেমে আল্লাহ্
প্রেমে তুষ্ট ভগবান,
আত্মায় আত্মার মিলনমেলা
পরমাত্মায় হয় কোরবান।