প্রিয় কবি নজরুল
ইব্রাহিম হোসেন
নজরুল আমার প্রিয় কবি
নামটি তাঁরই স্মরি,
তাঁর স্মরণে শ্রদ্ধা ভরে
হাজার সালাম করি।
জন্মটা তাঁর আসানসোলে
চুরুলিয়া গ্রামে,
গরিব হালে দিন কাটে তাঁর
এই না ধরা'ধামে।
সংগ্রামী এই জীবন তটে
দুঃখটাকে সয়ে,
বীরের বেশে কলম ধরেন
দূর্নীতি যায় ক্ষয়ে।
সাহিত্যটা চর্চা করে
বিদ্রোহী আজ কবি,
সত্যবাদী সাম্যবাদী
ন্যায়ের প্রতি'চ্ছবি।
শির উঁচিয়ে যুদ্ধ করে
রেখে গেলেন স্মৃতি,
বীর লেখনীর জোরে তিঁনি
পেলেন সবার প্রীতি।
===========
হাইকু গুচ্ছ
বিষয় : নদী
ইব্রাহিম হোসেন
(১)
পদ্মার তীরে
নৌকার পাল তুলে
মাঝিরা গায়
(২)
কী অপরূপ
দেখো নদীর শোভা
দৃষ্টিনন্দন
(৩)
নদীর পানি
করে যে ঝলমল
চন্দ্র কিরণে
(৪)
স্বচ্ছ জলেতে
ভাসছে আকাশটা
দর্পণ ন্যায়
(৫)
নদীর ধারে
দখিনা বায়ু বয়
প্রফুল্ল মন
(৬)
বর্ষাকালের
ঝমঝম বৃষ্টিতে
নদীটা ভরে
(৭)
শীত মৌসুমে
শুষ্ক নদীর জল
মরুর মত।
======