প্রিয় নবী (সঃ) দেখার সাধ  
মোঃ ইব্রাহিম হোসেন


চাঁদের কাঁদন ওই - নবী দেখে হায়!
লজ্জাতে পরীরা'ও - মুখ ঢেকে যায়।
নবী শানে সুর তানে - পক্ষীরাজে গায়,
মুগ্ধ হয়ে নভ বায়ু - ফিরে ফিরে চায়।  


এত সুন্দর সুরত - নাহি পায় কেহ,
লাল সাদা রঙে তাঁর - সংমিশ্রিত দেহ।
এ যে আলীর বচন - হাদিসেতে পাই,
তাঁর সাথে কারো কভু - তুলনা যে নাই।


প্রশস্ত কপাল আর - চিকন ঘন ভ্রু,
যাঁর নাই কোনো শেষ - আছে শুধু শুরু।
অবয়ব নবীজীর - সাধারণ নয়,
উঁচু ছিলো নাক তাঁর - সুগঠনে রয়।


নাকে যেনো সদা ক্ষণ - চমকাতো নূর,
আলোকিত এ ভুবন - দূর বহুদূর।
সামনের দাঁত দু'টি - কিছু ছিলো ফাঁক,
অবাক নয়নে দেখে - লাগিত যে তাক।


সেই নবী দেখিবার - চায় এই মন,
সদা থাকি বিচলিত - কাটে নাকো ক্ষণ।
কেমনে দেখা যে পাই - দূর মদিনায়,
স্বপনেতে দাও দেখা - নবী দুনিয়ায়।


দেখি যদি দু'নয়নে - পাপ ক্ষয় মাফ,
তোমা দেখে প্রিয় নবী - দিল হবে সাফ।
মরণের আগে তুমি - মোরে দেখা দাও,
হাশর মিজান গোরে - শাফায়াতে নাও।