প্রিয়তমা  
ইব্রাহিম হোসেন 


সুখের আশায় ঘর বাঁধিলাম
সুখ তো ধরা দিলো না,
প্রিয়তমা ভালোবেসে
কাছে টেনে নিলো না।।


মন গহীনে বাসর সাজা
মন ময়ূরী এলো না,
প্রিয়তমা ভালোবেসে
কাছে টেনে নিলো না।।


সাতটি বছর ভালোবেসে
করলো আমায় পর ,
সুখের নীড়ে আসলো তেড়ে 
কাল বৈশাখী ঝড়।।


উলট পালট করে দিলো
আমার সুখের ঘর,
মনের মাঝে ডিগ্রী শত 
প্রেম-বিরহের জ্বর।।


স্বপ্ন চোখে মনে আশা,
স্বপ্ন পূরণ হলো না,
প্রিয়তমা ভালোবেসে
কাছে টেনে নিলো না।।


হৃদয় আমার শূন্য করে
চলে গেলো দূর ,
আজো আমি ডাকি তারে
তুলে গানে সুর।।


কোন দোষেতে হৃদয় আমার
করে দিলো চূর ?   
অনেক কাছে তবুও আমি 
কাঁচের আড়াল দূর।।


স্বপ্ন বাসর ভেঙ্গে দিলো
প্রেম বিরহ বেদনা, 
প্রিয়তমা ভালোবেসে 
কাছে টেনে নিলো না।