প্রবাসীর সুখ
ইব্রাহিম হোসেন


প্রবাস জীবন সুখের নাকি
সব মানুষে কয়,
প্রবাসীরাই বুঝে শধু
কষ্টে জীবন  ক্ষয়।


আপন বলে কেউ থাকে না
সবাই সেথা পর,
দুঃখ নামের কষ্ট গায়ে
একশো ডিগ্রী জ্বর।


হাড়ভাঙ্গা ঐ পরিশ্রমে
দিন করে  যে পার,
সেই তো বুঝে দুখের জ্বালা  
দুঃখ আছে যার।


মা থাকে না বোন থাকে না
স্বজনহারা সব,
চোখের জলে রাত্রিযাপন
আর্তনাদে রব ।


তবুও তাদের মনের মাঝে
একটু থাকে সুখ,
এই ভাবনা কল্পনাতে
যাবেই চলে দুখ।
=========


মডার্ন যুবতী
ইব্রাহিম হোসেন


রক্ত জবা ঠোঁটে তোমার
বন্ধু ছেলের সাথ,
ঘুরছো তুমি হাতটি ধরে
দিন দুপুর ও রাত।


ওড়না রাখো গলায় জড়ে
বুকটা তোমার ফাঁক,
ভাবছো তুমি এই ভাবে দিন
যাচ্ছে চলে যাক।


বইছে দেহে রূপের জোয়ার
করছো কতো ঢং!
মুসলমানের মেয়ে তবুও
মাখছো হুলির রং।


ফেসবুকেতে দিচ্ছো কতো
হাজার রঙের পিক,
লোভনীয় রূপটা দেখে
বলছে সবে ঠিক।


আর খেলো না এমন খেলা
ধরো সঠিক পথ,
কোরআন হাদিস মেনে চলো
পাবে স্বর্গ রথ।