প্রবল খরা
মোঃ ইব্রাহিম হোসেন


নিদাঘের উষ্ণতা পুড়ে ছাই মাঠঘাট,
পিপাসায় মৃত প্রায় তটিনীর জল বাট।
নেই মেঘ উদ্বেগ আসমান ফাঁকা হায়!
সুরুজের প্রবলতা ঘাম ঝরে সারা গায়।


গাছপালা তরুলতা শাখে নেই পাতা আর,
রবির দহনে শোক মাতমের হাহাকার।
দগ্ধ জাহান যেন অগ্নির উত্তাপ,
হায় এ নরক জ্বালা অবনীর কোনো পাপ!


রোদে জ্বলে পুড়ে শেষ জমিনের পাট ধান,
কৃষাণের মুখে নেই মৃদু মৃদু হাসি গান।
আহাজারি চায় সব বৃষ্টির ধারাপাত,
ঘুম নেই দুই চোখে চিন্তায় সারারাত।


নাহি কাজ দুই হাত কপালে কৃষাণ কয়,
বাঁচিবার পথ শেষ ঈশানের এই জয়।
প্রলয় ঘটিবে বুঝি তপ্ত খরায় আজ,
আনচান সদা ক্ষণ শঙ্কিত শিরে বাজ।


ওগো প্রভু দয়াময় দাও ভবে বর্ষণ,
বাঁচিবে জীবের প্রাণ জমি হবে কর্ষণ।
গাছে ডালে বিহগেরা খুঁজে পাবে বাসা কূল,
পুষ্প কলির বাগে ফুটিবে যে তাজা ফুল।