প্রণয়িনীর ডাক    (প্রেমের নিরঞ্জনা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-১১-২০২৩ ইং


ফুটেছে ফুল হয় কত ভুল
ভ্রমর অলি কই ?
তার আশাতে সে ফুল হাতে
নিঃসঙ্গতায় রই।


উতলা মন কয় সদা ক্ষণ
নাগর প্রেমিক আয়,
প্রেমিকা তোর প্রেমেতে ঘোর
তোকেই শুধু চায়।


মন মানে না ভাল্লাগে না
তোর করি তাই খোঁজ !
সূর্য পাটে নদীর ঘাটে
ফুল নিয়ে যাই রোজ।


বিকেল বেলা প্রেমের মেলা
জোড়ায় জোড়ায় রয়,
দখিন বায়ে ডিঙি নায়ে
মধুর কথা কয়।


ভালোবাসা হয় নিরাশা
তুই পাশে নাই তাই,
আয় না কাছে প্রাণ না বাঁচে
চিত্তে দেবো ঠাঁই।


একলা আমি পাইতে কামী
তোর প্রেমেরই সাধ,
বন্ধে আঁখি বিভোর থাকি
নাই প্রেমে মোর খাদ।