রাগ করো না প্রিয়তমা
ইব্রাহিম হোসেন

বন্ধু হতে আবার আমি
হাত বাড়িয়ে দিলাম,
রাগ থাকে না তাই বুঝি আজ
কষ্ট পেয়েই গেলাম ।।

ক্ষনিক রাগে অভিমানে
যদি কিছু বলি,
রাগ করো না প্রিয়তমা
আর দিও না গালি ।।

জেনে রেখো প্রিয়তমা
একটা আমার স্বভাব,
রাগ থাকে না, ঝাল থাকে না
এইতো আমার অভাব ।।

এই হৃদয়ে ভালোবাসা
কাঁড়ি কাঁড়ি জমা,
রাগ করো না প্রিয়তমা
করে দিও ক্ষমা ।।

সব দ্বিধা ভুলে আবার
বাড়িয়ে দিলাম হাত,
চাঁদনী রাতে কইবো কথা
দুজন সারা রাত ।।

রাগ করো না প্রিয়তমা
আর করো না রাগ,
এই হৃদয়ের ভালোবাসা
তোমার শত ভাগ ।।

❤❤❤❤❤❤❤
💝💝💝💝💝💝💝
============