রহমতের দুয়ার
ইব্রাহিম হোসেন


আবার এলো বছর ঘুরে মাহে রমাদান,
সৌরভে সৌরভে ভরিয়ে দিতে প্রাণ।


জাগো জাগো মুমিন বান্দা জেগে ওঠো সব,
মনে বাজে রমাদানের খুশির কলরব।


সেহরি খেয়ে নামাজ পড়ে কর কোরআন তেলাওয়াত,
পাপ মোচনে খোদার কাছে তোলো দুটি হাত।


রহমত, নাজাত দিতে এলো মাহে রমাদান ;
আল্লাহতালা পাপমোচনে করেন মেহেরবান।


ওরে পাপী বান্দা!  কেন তুমি গাফেল আজো তবু ?
ভাবতে পারো এমন দিন পাবে কি আর কভু।


রমাদানের সওয়াবের নাই যে কোন পরিমাণ,
পরকালে আল্লাহ নিজেই দিবেন তার প্রতিদান।


একটি বছর পরে আবার এলো সবার দ্বারে,
রহমত, মাগফিরাত, নাজাত দেবার তরে।


আর থেকো না গাফেল বান্দা আর করো না হেলা,
মনে প্রাণে আঁকড়ে ধরে চলে যাবে বেলা।


সামনে বছর করবে বল আর ভেবো না তা,
এই মুহূর্তে যেতেও পারে তোমার জীবনটা।


কাঁদার মতো কাঁদো পাবে রমাদানের ফল,
ইহ-পরকালে হবে কামিয়াবি সফল।


তাই পথ দেখাতে রমাদান এলো ফিরে আবার,
আল্লাহ তালা দিলেন খুলে রহমতেরই দুয়ার।