রাজার সততা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৭-০৯-২০২৩, বৃহস্পতিবার।


বাদশাহী দিল রাজশাহীর ঝিল
রাজার মাথায় নাই ছাতা,
নাই গাড়ি তার দালানবাড়ি
ছাউনি ঘরের তালপাতা।


এ কী স্বভাব নাইকো অভাব  
সম্পদনে ভর রাজ-ভাণ্ডার!
রাজার ছিলো সাতটি রানি
নুন ভাতে দিন কাটতো তার।


একদিন এসে প্রশ্ন করে
ফকির বাবা এ কী হাল!
কেমন খেলা খেলছো তুমি
কেমন তোমার দাবাল চাল?


স্বর্ণ-হীরা মণিমুক্তা
অর্থের কোনো অভাব নেই,
সাত তালি গায় জামা জোড়া
করুণ হৃদে দেখছি এই!


উত্তরে কয় রাজার রাজা
সাত মুলুকের বাদশা ভাই,
বৈভবের এই মালিক প্রজা
আমার তাতে অংশ নাই।