রাজশাহীর পদ্মা
মোঃ ইব্রাহিম হোসেন


উপজেলা গোদাগাড়ী
কাদিরপুর এক গ্রামের নাম,
গাছ-গাছালি শহরতলি
কী চমৎকার ধরাধাম!


থানার পাশেই পদ্মা নদী
যাচ্ছে বয়ে শহর পান,
মাঝির কণ্ঠের গানেরই সুর
জুড়ায় যেনো সবার প্রাণ।


নদীর মাঝে জেলেরা ভাই
উঠায় তাদের নাওয়ে পাল,
তটিনীর এই পাড়েরই বাঁধ
লোকালয়ের তরুণ ঢাল।


গ্রাম ও গঞ্জ শহরজুড়ে
তটিনীর এই রূপের ঢেউ,
আকাশ নেমে করছে খেলা
শোভা দারুণ দেখবে এও।


চল সবে তাই রাজশাহী যাই
দেখবে যদি পদ্মার কূল,
রূপ-বাহারের নাই কোনো শেষ
রইছে আরো নানান ফুল।