রক্তে লেখা বর্ণমালা
কলমেঃ মোঃ ইব্রাহিম হোসেন (রাজশাহী)


কত ত্যাগ তিতিক্ষার সংযম!
ঊনিশ শত সাতচল্লিশ থেকে বাঙালির উপর
নির্মম অত্যাচার, নিপীড়ন,পাকিস্তানির আচরণ!
করাচীতে জাতীয় শিক্ষার সম্মিলন,
বাংলার বিবর্তনে উর্দুকে রাষ্ট্রীয় ভাষার সম্ভাষণ!


অন্তিমে আবুল কাশেমের তমুদ্দিন মজলিস
ঊনিশ শত বাহান্নর একুশে ফেব্রুয়ারি,
বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবি জানিয়ে
একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের জারি।


রাজপথ থমথম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ;
সশস্ত্র বাহিনীর বেষ্টনী, গোলাবারুদ বোমার আক্রমণ।
পূর্ববঙ্গে রুধির ক্ষরণ!
সালাম,বরকত, রফিক, জব্বার, শফিউর রহমান,
আর নাই! আর নাই! ভাষার নিমিত্তে হলেন বলিদান!


ঢাকার রাজপথ রক্তাক্ত!
আরও কত শহিদের  বিদীর্ণ বক্ষ!
মৃত্যুর আলিঙ্গনে তবুও শক্ত হস্ত,
আমরা বাঙালি, উর্দু নয়, বাংলা ভাষা চাই, বাংলা।
বিভীষিকার আর্তনাদ জাগায় তার শিহরণ,
ইতিহাস বয়ে যায় আজও তার সাক্ষ্য।


সেই থেকে পাই আজ বাংলার অ আ ক খ বর্ণ,
শোধ হবে না এই ঋণ কোনদিন, বুঝি যদি তার মর্ম।
রক্তে লেখা বাংলা বর্ণমালার এই একুশে ফেব্রুয়ারি,
বলো, বলো না, জীবনে কি কখনো তা ভুলতে পারি?
ঝরে শুধু অশ্রুবারি।