রমাদ্বানের শিক্ষা
মোঃ ইব্রাহিম হোসেন


স্বাগতম স্বাগতম মাহে রমাদ্বান!
হাসিছে জমিন আর ওই আসমান।
রহমত বরকত নাজাতের দিন,
এসেছে যে ফিরে ফের জাগো হে মুমিন!


শয়তান বাঁধা আছে কেঁদে যায় তাই,
ইবাদতে বাধা দেবে আর কেউ নাই।
নির্ভয়ে দুর্জয়ে চলো ছুটে মসজিদ,
তারাবি নামাজ পড়া ঈমানের ঈদ।


এত সুধা এত নেকি এই মাসে ভাই!
এ সংযম ব্রততেই সুখ খুঁজে পাই।
জীবনের যত পাপ মুছে যেতে পারে,
যদি থাকে রব খুশি মুমিনের ধারে।


এ মাসের শিক্ষা দীক্ষা বছরের তর,
নিয়মের চাবিকাঠি আসিবে না ঝড়।
বারেবার তাই আসে রমাদ্বান ফিরে,
ধনী ও গরিব যত এতিমের নীড়ে।


রোজা হালে যদি যায় দিন কাল মাস,
ঈমানী বলের জয় শয়তানে নাশ।
রমাদ্বান দিয়ে থাকে এ মহান শিক্ষা,
পাপী শিরে নত হয়ে চাও ক্ষমা ভিক্ষা।