রমজানের চাঁদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৩-২০২৪ ইং


রমজানেরই চাঁদ উঠেছে
সিয়াম করার পড়লো ধুম,
সেহরি খাবে রাখবে রোজা
শেষের রাতে ভাঙবে ঘুম।


তারাবিতে প্রার্থনাতে
ফেলবে সবাই চোখের জল,
পাপ মোচনের শ্রেষ্ঠ সময়
ঈমানদারের বাড়বে বল।


এক থেকে সাত সাতশো নেকি
রোজাদারের কর্মফল,
নিয়ামতের বরকতে এই
অগ্রগামী হয় সফল।


ইফতারিতে খুশির আমেজ
দুই খুশির এই একটা ভাই,
পরকালে আরেক খুশি
মহান রবের দিদার তাই।


নামাজ কালাম সিয়াম সাধন
আখিরাতের কান্ডারি,
রমজান এলো পথ দেখাতে
এই জীবনের ভান্ডারি।
============



রমজান এলো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৩-২০২৪ ইং


বছর ঘুরে আসলো আবার পবিত্র রমজান,
আহলান সাহলান এ তো মহান প্রভুর দান।
খুশির জোয়ার বয় যে সবার
আল্লাহ পাকের এই উপহার,
মু'মিনেরই ঘরে ঘরে নব মেহমান।


পুণ্য ঝরে এই মাসেতেই নিত্য ঝরঝর,
রহমত নাজাত আর মাগফিরাতের তর।
তিরিশ দিনে রাখবো রোজা
হাল্কা হবে পাপের বোঝা
খুব দয়ালু সৃষ্টিকারী আল্লাহ মেহেরবান।


শবে কদর খোঁজ করে ভাই  রমজানেতেই পাই,
হাজার মাসের শ্রেষ্ঠ এ রাত তার তুলনা নাই।
রমজান এলো মুক্তি দিতে
জগৎ পাগল পুণ্য নিতে,
শেষ নবীজির উম্মত সবে আমরা মুসলমান।