রাঙা বৌ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-১০-২০২৩' ইং


তুমি কত সুন্দর!
কাড়ে এই অন্তর,
মন গলে যায়
প্রাণ ভরে যায়।


যত দেখি তত চাই
তোমার তুলনা নাই,
অপরূপ তুমি
ওই গালে চুমি।


লাল নাকি নীল পরী?
আহা লাজে মরি মরি,
হাসিতে ঝলক
পড়ে না পলক।


বিধাতার এ সৃষ্টি
কী দারুণ ও দৃষ্টি!
আলোকিত নূর
কণ্ঠে কী সুর!


কোকিলের মত গাও
মৃদু মৃদু হাসি পাও,
গালে পড়ে টোল
দোলনাতে দোল।


উঁচু উঁচু নাক আর
কালো কেশে কী বাহার!
ঠোঁট দু'টো লাল
হই বেসামাল!


বেনি গাঁথা শিরে চুল
হায় কত হয় ভুল!
তুমি শুধু মোর
খোলো প্রেমো দোর।


চাই নাকো কিছু আর
তব প্রেমে একাকার
ওগো রাঙা বৌ!
ফুল বনে মৌ।