রাঙা প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৪-০৫-২০২৩ ইং


কী দারুণ দেখতে
ভুলি সবই লিখতে
দিশেহারা মন!
মৌ মৌ গন্ধে
তার প্রতি রন্ধ্রে
জাগে শিহরণ।


ঝিরিঝিরি বায়ু বয়
চুপিচুপি কথা কয়
কাঁপে এই অঙ্গ,
আজ সারাক্ষণ তাই
তোমাকেই বলে যাই
চাই তব সঙ্গ।


একে একে দুই হয়
জানি প্রেমে হবে জয়
মধুময় ছন্দে,
গোলাপের ফুল ওই
প্রজাপতি হয়ে রই
সুরভিত গন্ধে।


এক দুই তিন নয়
বাজি প্রেমে হবো ক্ষয়
নয়নের তন্দ্রা,
তুমি ছাড়া নিশি চোর
কাটে নাকো ঘুম ঘোর
মাতমের মন্দ্রা।


এসো কাছে ধরো হাত
কেটে যাক সারারাত
আমার এই সঙ্গে,
ফুলে ফুলে শয্যা
নাই কোনো লজ্জা
রাঙ্গি প্রেম রঙ্গে।