রাসূল নামের ফুল
মোঃ ইব্রাহিম হোসেন


দাম্ভিকতায় প্রহর কাটাও
ক'দিন রবে ঠাঁই ?
অল্প ক্ষণের এই দুনিয়ায়
বাঁচার উপায় নাই।


রঙ্গ লীলায় মত্ত কেনো
চলো দ্বীনের পথ ?
রাসূল নামের রশি ধরে
স্বর্গে যাওয়ার রথ।


আজকে তুমি ছোট্ট শিশু
কিশোর হবে কাল,
যৌবনেতে পদার্পণে
আসবে নতুন হাল।


তারপরেতেই বুড়ো হবে
চামড়া হবে ঢিল,
অসৎ পথে চলন বলন
মারবে যমে কিল ।


যৌবনের আর বার্ধক্যেরই
মধ্যখানের ক্ষণ,
দ্বীনের কামাই করলে পাবে
পরকালের ধন।


শক্তি তোমার থাকবে নাকো
চিরদিনের তর,
সব হারাবে, হারাবে কূল
সবাই হবে পর।


থাকতে সময় আঁকড়ে ধরো
রাসূল নামের ফুল,
ইহকাল ও পরকালে
তবেই পাবে কূল।


(রচনাঃ ১২-০৬-২০২২, রবিবার ১২ঃ৩০ এ এম)