রাতের বাহার
     মোঃ ইব্রাহিম হোসেন
   রচনাঃ ২৩-১১-২০২৩ ইং


নভে ভাসে চাঁদে হাসে
               মিটিমিটি তারারা,
জ্বলে নিভে ঘুরে উবে
              সারারাত পাহারা।


দাদু দোলে খুকি বলে
            কী দারুণ আহারে!
এত শোভা মনোলোভা
              প্রকৃতির বাহারে।


কত সব কলরব
          ছোট ছোট কচিরা,
দাদু ভাই ডাকে আয়
           পুলকিত নাতিরা।


খোকাখুকি দিয়ে উঁকি
        যায় ছুটে কোলেতে,
ফুল ফুটে নিশি টুটে
       শিশুদের বোলেতে।


চাঁদ তারা দিশেহারা
             সকলেই দেখে এ,
সাধ জাগে অনুরাগে
          বানাইছে ইহা কে?


বলে দাদু শোনো যাদু
              এ তো রব ইশারা,
মানো যদি নিরবধি
          হবে তাঁর পিয়ারা।