রাতের স্বজনী
মোঃ ইব্রাহিম হোসেন


দূর আকাশে হাসে চাঁদ
নাহি তাতে কোনো খাদ
বধূ তুমি ধরো হাত
কেটে যাবে সারারাত।


ঘোমটা তোমার খোলো আজ
কেনো বলো এত লাজ?
মনে কত জাগে সাধ
হরষতে ভাঙে বাধ।


নয়নেরই পাত খুলি
অতীতেরই সব ভুলি
জীবনেরই তুমি সুখ
মনোলোভা হাসি মুখ।


তব দেখে ভরে বুক
জ্বলে ওঠা নীলে শুক
বিধাতারই এ তো দান
হবে নাকো কভু ম্লান।


কত যে সুখ এই মনে!
আছো তুমি মোর সনে
চাওয়া পাওয়া নাহি আর
তোমাতে হই একাকার।