প্রকৃত মানুষ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-১০-২০২৩ ইং


আজীবন নয় প্রাণ
             সত্যের গাও গান
দু'দিনের দুনিয়ায়
         কেনো এত পিছু টান?


তুমি আমি অসহায়
             হাশরের মাঠে ভাই
নবী বিনা কাণ্ডারী
              বাঁচিবার পথ নাই।


আরশের ছায়াতলে
          পিয়াস মিটাতে জলে
চাও যদি সবে তবে
        এসো দ্বীনে দলে দলে।


এই করি আহ্বান
        যুবা বুড়া নওজোয়ান!
দাও ছেড়ে সেই পথ
             যেই পথে শয়তান।


মুমিনের শত্রু যে
          অকারণে ফাসাদে সে
দ্বন্দ্ব লাগায় মাঝে
         ইবলিশ চিনে না কে ?


এর থেকে দূরে থাকো
            নবী রব হৃদে রাখো
মুক্তির দিশারি এ
      মনেপ্রাণে ধ্যানে আঁকো।


জীবনের যত আয়ু
              বের হলে প্রাণ বায়ু
পড়ে থাকে তনুখান
              অচলনে রয় স্নায়ু!


বিবেকের চাবিকাঠি
                 হয় যদি পরিপাটি
প্রকৃত মানুষ তুমি
          মুসলিম পাকা খাঁটি।