রমজানের কোলাহল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০৩-২০২৩, বৃহস্পতিবার।


আল্লাহ মহান বান্দার লাগি কতই মেহেরবান!
বারেবারে বছর পরে দেন মাহে রমজান।।
বান্দা যে তাঁর মহাপাপী
হয় যেন তাই অনুতাপী,,
জাগ্রত হও মুমিন সকল ওহে মুসলমান!


সেহরি খাবে রাখবে রোজা করবে পাপের মোচন,
মুখের পরে থাকবে সদা সুশ্রী মুখের বচন।।
ওই কালিমা নামাজ রোজা
দূর করিবে পাপের বোঝা,,
বন্দি ঘরে ক্রন্দনে তাই আজাজিল শয়তান।


এই মাসেতেই কদরের রাত হাজার মাসের সেরা,
বান্দা অবুঝ বুঝো না ক্যান রহমতে তাঁর ঘেরা।
এসো সবাই দলে দলে
রমজানেরই কোলাহলে,,
শুদ্ধ করে আত্মাতে এক গাই রবেরই শান।