রবিবারের হাট ( রচনাঃ ১৮-১০-২০২১')
মোঃ ইব্রাহিম হোসেন
১৮-১০-২০১২১'


বিদিরপুরে হাট বসেছে
রবিবারের হাট,
পাশেই আছে দীর্ঘতম
পদ্মা নদীর ঘাট ।


ওপার থেকে নৌকায় আসে
রসুন, পিঁয়াজ, পাট,
একশো আশি রসুন কেজি
কাঁচা লঙ্কা ষাট।


আলু, বেগুন,তরিতরকারি
মিষ্টি কুমড়া লাও,
তারই পাশে কাঁচি,বঁটি
কামার বেটার দাও।


দই, জিলাপি, মিষ্টি আছে
ছোট্ট হোটেল ঘর,
খোকার বাবা কিনে সবই
বাজার করার পর।


দূরদূরান্তের লোকজনে সব
করে কত ভীড়!
মাছ ও মাংস সব্জি নিয়ে
ফিরে নিজের নীড় ।