রোজার ফলাফল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৩-২০২৪ ইং


এসেছে যে রোজা কারো ইহা বোঝা
মু'মিনের খুব প্রিয় মেহমান,
শয়তান বাঁধা তবু আধা আধা
চলে কাজ তার সদা বহমান।


রোজাদার বেঁকে পানাহার থেকে
গায় যে প্রভুর তারা জয়গান,
বিমুখেতে তারা অপকামে যারা
শয়তানি খোশ ধোঁকা আহ্বান।


ঈমানের জোরে আছে তারা ঘোরে
সিয়াম সাধনে নেক আয়োজন,
শয়তান ধরে গোলামি যে করে
মনে করে নাহি রোজা প্রয়োজন।


ভালো ও মন্দে কত সানন্দে
উভয়ের দিন কেটে হয় পার,
অবুঝে বুঝে না নাই এর ক্ষমা
বুঝদার মিলে-মিশে একাকার।


রোজা যার ভালে আসে এই কালে
সাধনার ফল ফুটন্ত ফুল,
তাহার কপালে সুখ ডালে ডালে
ইহ-পরকালে সুখের দু'কূল।


জান্নাতে ঠাঁই তাহাদের নাই
সুস্থ শরীরে রোজার বিমুখ,
ক্ষণিকের সুখ হাসি ভরা মুখ
অনন্তকাল দহনে অসুখ।