রোজার মতোই সাল
ইব্রাহিম হোসেন
তারিখ : ১১-০৫-২০২১'

রোজা এসে নিচ্ছে বিদায়
কাঁদে আমার মন,
আর কি পাবো এই জীবনে
এমন শুভ ক্ষণ?

এক সেকেন্ডের নাই ভরসা
কখন জীবন যায়?
রোজার পরেও থাকি যেনো
ভেসে রোজার নায়।

আল্লাহ তুমি এই অসিলায়
দাও করে দাও মাফ,
কলুষ ভরা হৃদয়টাকে
করো আমার সাফ।

রোজার মতোই চাই কাটাতে
বছর বারো মাস,
থাকলে রোজা ভালোই হতো
মনে বড়ো আশ।

রহমত নাজাত মাগফিরাতের
মতোই কাটুক সাল,
বছর ধরে এই ভুবনে
থাকুক এমন হাল।
=============


নীতিহীন ম্যানেজার   (প্রকাশিত)
মোঃ ইব্রাহিম হোসেন

উহ্ ম্যানেজার শুনছি তুমি ন্যায় নীতিবান লোক,
কেমন তোমার নীতি বলো অন্যতে পায় শোক?
এক চোখেতে লবণ তোমার অন্য চোখে তেল,
পরের টাকায় পোদ্দারিতে ভাঙো মাথায় বেল।

ঈদ বোনাসের টাকা নিয়ে খেললে কতো খেল,
কাউকে দিলে আট হাজারে তিন হাজার কার মেল!
ভাবলে নাতো সেও অভাবী কষ্টে কাটে দিন,
ঈদের বোনাস পুরা পেলে হাল্কা হতো ঋণ।

ছেলে মেয়ে মা ও বাবার ছিলো মনে আশ,
বোনাস টাকায় পরিবারের ফুটতো মুখে হাস।
সেই আশাটা ভেঙে দিলে ন্যায় নীতি হীন স্যার,
এই তো তোমার শিক্ষা নীতি কী যে চমৎকার!

হকটা তাদের মেরে তুমি অন্যকে দাও ভাগ,
অভাব জ্বালা যার থাকে না বললে করো রাগ।
কলমের জোর ক্ষমতার শোর মারছো পেটের ভাত,
সুন্দরীদের সঙ্গ দিয়ে চলছো তাদের সাথ।

আদর্শকে বলিদানে অন্যায়ে হও সৎ,
মিথ্যাবাদীর মিথ্যা কথায় দাও বারে বার মত।
চালক উঠো বসো তারে যে পাও ডর,
কত জনের চাকরি খেলে মারলে গালে চড়।

ন্যায় নীতিহীন আদর্শতে চলছো দিয়ে ভর,
তোমার কারণ আসে কারও কালবৈশাখী ঝড়।
ওহ্ ম্যানেজার বলছি তুমি কেমন নীতিবান ?
তোমার নীতির বিচার যেনো বিষে ভরা বাণ।

জেনে রেখো থাকবে ধরা রোজ হাশরের দিন,
গরিব দুখীর হক মারাতে বাড়বে পাপের ঋণ।
হিসাব নিবেন মহান প্রভু হাশরের ওই মাঠ,
থাকবে না কেউ পারাপারের শূন্য নদীর ঘাট।



রচনার তারিখ : ঊনত্রিশে রমজান,  ১২-০৫-২০২১ ইং