রমজানের খুশি
ইব্রাহিম হোসেন


রমজান এলো বছর পরে
আনন্দেরই জোয়ার ঘরে
খুশির সীমা নাই,
বান্দারা সব পাপাচারে
হাত উঁচিয়ে প্রভুর দ্বারে
ক্ষমা মাগে তাই।


সেহরি খেয়ে রোজা রেখে
আর কোরআনের বাণী দেখে
মিষ্টি সুরে পাঠ,
মন ভরে যায় প্রাণ ভরে যায়  
হৃদ গহীনে সুখ খুঁজে পায়
হৃদয় নামের মাঠ।


পাখপাখালির কলতানে
মিষ্টি মধুর কণ্ঠে গানে
মুখরিত সব,
জিকির করে প্রভুর নামে
ধনী গরিব ধরাধামে
স্মরণেতে রব।


ইফতারিতে খুশির ডালি
পাপের বোঝা হবে খালি
উঠাই দুটি হাত,
মাওলা তুমি করো ক্ষমা
রাশি রাশি পাপ যে জমা
কাঁদি দিবা রাত।


খুশি এলো মুমিন তরে
উৎসবে সব পাগল করে
রোজার পরে ঈদ,
মুক্ত মনে সঙ্গোপনে
খোদার ধ্যানে এই ভুবনে
নাই চোখেতে নিদ।