রঙের ভুবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৭-২০২৩, শনিবার
চাঁদ তারা নীল ভূমি বিধাতার দান,
অবনীর তরে তিনি গায় তাঁর শান।
গাছ-পালা পশুপাখি আর ইনশান,
কেউ বলে রব প্রভু কেউ ভগবান।
পাপাচারে লিপ্ত বান্দা খাদ্য দেন তবু,
অসীম দয়ালু তিনি জগতের প্রভু।
যতই বিমুখ থাকে অভাগা এ বান্দা,
কখনো না দেন ত্বরা গজবের ডাণ্ডা।
দানাপানি দিয়ে সদা বাঁচিয়ে রাখেন,
সুনজর দিয়ে খোদা সবারে দেখেন।
পাপ থেকে ফিরিবার এ এক সুযোগ,
বান্দা যদি নাহি বুঝে নামে যে দুর্যোগ।
ভুল থেকে তাই যদি শোধরানো যায়,
পাপী বান্দা প্রভু দ্বারে পাপ ক্ষমা পায়।
মহান রবের ছক বুঝিবার নয়,
স্মরণে প্রভুর জপ আত্মা শুদ্ধ হয়।
কোরানের বাণী তিনি ঘোষণায় কন,
চিরদিন নাহি রবে এপারের ধন।
খালি হাতে ফিরে যেতে হবে একদিন,
রঙের ভুবন মিছা মায়াবী রঙিন।