রতন বাবুর শহর বাড়ি
মোঃ ইব্রাহিম হোসেন


রতন বাবু হাবুডুবু
সুখ জোয়ারে ভাসে,
শহর বাড়ি কত্ত গাড়ি
আনন্দে খুব হাসে।


বক্ষে ধরে কষ্ট করে
করলো মানুষ মায়ে,
চাকরি পেয়ে বৌকে নিয়ে
আসলো না আর গাঁয়ে।


আজব  মানুষ উড়ায় ফানুস
খায় শহরের হাওয়া,
ব্যস্ত কত অবিরত
হয় না গ্রামে যাওয়া।


জন্ম যেথায় কাতর ব্যথায়
পল্লি ভুলে থাকে,
মা ও বাবা স্বজন হাবা
স্বপ্ন চোখে আঁকে।


আসবে কখন আমার রতন
ছোট্ট বাবু খোকা?
স্বপ্ন গাঁয়ের পল্লী মায়ের
রতন দিলো ধোঁকা!